ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

নারী দিবসে বক্তা জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
নারী দিবসে বক্তা জয়া

ওপার বাংলায় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের এখন অনেক কদর। অরিন্দম শীলের ‘আবর্ত’, ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’র পর এবার তিনি অভিনয় করছেন ‘ঈগলের চোখ’ ছবিতে।



এবার কলকাতায় ‘ওমেন ইন সিনেমা: ডাইভার্জড ডাইমেনশনস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন জয়া। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) কলকাতার নন্দন থ্রি প্রেক্ষাগৃহে এটি অনুষ্ঠিত হবে।

আলোচক হিসেবে জয়ার পাশাপাশি থাকছেন দুই পরিচালক রেশমি মিত্র ও সোহিনি দাশগুপ্ত এবং সাংবাদিক প্রিয়াঙ্কা দাশগুপ্ত। সভাপতিত্ব করবেন অধ্যাপক চলচ্চিত্র-গবেষক ঋতা দত্ত। আলোচনা শেষে দেখানো হবে সোহিনি দাশগুপ্ত পরিচালিত নারীকেন্দ্রিক ছবি ‘ছোটি মোটি বাতে’। অনুষ্ঠানের আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া (পূর্বাঞ্চল)।

দু’বার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়ার নতুন ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল। এতে তার সহশিল্পী শাকিব খান ও ইমন। সাফিউদ্দিন সাফির পরিচালনায় এতে আরও আছেন মৌসুমী হামিদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮০১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।