ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কনসার্টে জয়-ববি, মঞ্চে ‘আগুন’ (লাইভ দেখুন)

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
কনসার্টে জয়-ববি, মঞ্চে ‘আগুন’ (লাইভ দেখুন) ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর্মি স্টেডিয়াম থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের প্রেরণায় জয়বাংলা কনসার্ট চলছে। কনসার্টে এসেছেন তার দুই দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ও রাদোয়ান সিদ্দিক ববি।



লাইভ কনসার্ট দেখুন এখানে

মঞ্চে আর্বোভাইরাসের একের পর এক ‘আগুন’ ঝরানো গানের মাঝে এসে পৌঁছেন জয়।

আর অনুষ্ঠানের শুরু থেকেই ছিলেন ববি।

জয় ও ববি যথাক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার ছেলে। তাদের পেয়ে কনসার্টের দর্শকরা যেন আরও উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

সবার উদ্দেশ্যে হাত নাড়েন জয়।

এছাড়া রয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বাংলানিউজকে বলেন, গতবারও এসেছিলাম। এমন চেতনা উদ্দীপক প্রোগ্রাম বেশি বেশি হওয়া প্রয়োজন। ব্যান্ডের পরিবেশনায় দেশের গান নতুন মাত্রা যোগ করছে।

সোমবার (০৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি শুরু হয়। শুরুতেই মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড আর্বোভাইরাস। এরপর নেমেসিস।

প্রথমেই স্বাধীন বাংলা বেতারের দু’টি করে গান করে ব্যান্ডগুলো। এরপর নিজেদের জনপ্রিয় গানে মাতিয়ে রাখে তরুণদের।

দেশের গান ‘আমরা তোমাদের ভুলবো না’ ও ‘আমরা করবো জয়’ গায় আর্বোভাইরাস এবং ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ ও ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গায় নেমেসিস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঞ্চে গান পরিবেশন করছে নেমেসিস।

জয় আসার পরপরই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকালের একটি প্রামাণ্য ও তথ্যচিত্র পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর এ আয়োজন করছে ইয়াংবাংলা। এটি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশনের (সিআরআই) একটি সংগঠন।

এছাড়া গান গাইবে লালন, শিরোনামহীন, শূন্য, ওয়ারফেইজ, ক্রিপটিক ফেইট।

খবর-ছবিসহ কনসার্টটি লাইভ স্ট্রিমিং করছে বাংলানিউজ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এসকেএস/এএসআর

** জাতীয় সঙ্গীতে শুরু ‘জয়বাংলা কনসার্ট’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।