ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আলোকিত নারী সম্মাননা পাচ্ছেন সুচন্দা ও রুনা লায়লা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
আলোকিত নারী সম্মাননা পাচ্ছেন সুচন্দা ও রুনা লায়লা কোহিনূর আখতার সুচন্দা ও রুনা লায়লা

দু’জনই দেশীয় বিনোদন অঙ্গনের দুই কীর্তিমতি নারী। গুণী অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দার আলোয় ভরেছে চলচ্চিত্র শিল্প।

আর বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা আলোকিত করেছেন সংগীতাঙ্গন। আন্তর্জাতিক নারী দিবসে আলোকিত নারী সম্মাননা পাচ্ছেন তারা।

মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে জাঁকজমক আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরটিভি জয়া আলোকিত নারী ২০১৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এখানেই চলচ্চিত্র অভিনয়ের জন্য সুচন্দা ও সংগীতের জন্য রুনা লায়লার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার আটজন আলোকিত নারীকে সম্মাননা দেওয়া হবে। অন্যরা হলেন শিক্ষায় জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ, ভাষা আন্দোলনে ভাষাসৈনিক রওশান আরা বাচ্চু, সাহিত্যে নাসরিন জাহান, নারী উদ্যোক্তায় গোলাপ বানু, ক্রীড়ায় মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শীলা। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে সরাসরি সম্প্রচার করবে আরটিভি।

বাংলাদেশ সময় : ১৮১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।