ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘মুন্নাভাই’ বাহিনীর সঙ্গে সঞ্জয়ের খানাপিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
‘মুন্নাভাই’ বাহিনীর সঙ্গে সঞ্জয়ের খানাপিনা

বলিউডের চেনা ভুবনে ধীরে ধীরে ফিরে আসছেন সঞ্জয় দত্ত। পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে তারকা ও বন্ধুবান্ধবরা তার সঙ্গে দেখা করেছেন নিয়মিত।

৫৬ বছর বয়সী এই অভিনেতা এবার নিজে থেকে গেলেন ‘মুন্নাভাই’ সিরিজের পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে দেখা করতে।

২০০৩ সালে ‘মুন্নাভাই এমবিবিএস’ সঞ্জয় দত্তের জীবনটা আমূল বদলে দেয়। তার অভিনীত চরিত্রের নাম মুরলি প্রসাদ শর্মা হলে সবাই তাকে মুন্নাভাই ডাকে। এর জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে, সঞ্জয়ের পরিবর্তে তার নাম মুন্নাভাই উল্লেখ করলেও ভুল হয় না!

ওই ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন রাজকুমার হিরানি। এরপর ২০০৬ সালে তিনি নির্মাণ করেন ‘লাগে রহো মুন্নাভাই’। এবারও সঞ্জয় দত্তের জয়জয়কার। গান্ধীগিরির বার্তা নিয়ে সাজানো এ ছবিও তুমুল ব্যবসা করেছে।

পরের ইতিহাস দুঃখজনক। সঞ্জয়কে যেতে হলো জেলে। হিরানিও মুন্নাভাইয়ের তৃতীয় কিস্তিকে থামিয়ে রাখলেন। তার সাফ কথা, সঞ্জুবাবা ছাড়া আর কাউকে নিয়ে মুন্নাভাই করা যায় না।

গত ৬ মার্চ বন্ধু রাজকুমার হিরানির বাড়িতে নৈশভোজ করেন সঞ্জয় দত্ত। তার সঙ্গে ছিলেন স্ত্রী মান্যতা, ‘মুন্নাভাই’ সিরিজে সার্কিট চরিত্রে রূপদানকারী আরশাদ ওয়ারসি এবং আরশাদের স্ত্রী মারিয়া গোরেত্তি। বলিউডের এই অভিনেতার জীবন নিয়ে একটি ছবি তৈরি করছেন হিরানি। এতে সঞ্জয়ের চরিত্রে অাছেন রণবীর কাপুর। নৈশভোজের ফাঁকে ‘মুন্নাভাই’য়ের তৃতীয় কিস্তি নিয়েও আলাপ হয়েছে তাদের।

এদিকে গত সপ্তাহে সঞ্জয় দত্তের পুরোটা সময় পেরিয়েছে পার্টি করে। পুরনো বন্ধুদের সঙ্গে আনন্দ-ফূর্তিতে মেতে থাকতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময় : ১০৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।