ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ভক্তকে চাকরির প্রস্তাব দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
ভক্তকে চাকরির প্রস্তাব দিলেন শাহরুখ শাহরুখ খান

কোনো কিছু নিয়ে সত্যিকারের আবেগ বা ইতিবাচক আসক্তি কীভাবে স্বপ্ন পূরণ করে দিতে পারে তারই যুতসই উদাহরণ দেখা গেলো। বলিউড সুপারস্টার শাহরুখ খানের এক ভক্ত স্বেচ্ছায় ‘ফ্যান’ ছবির ট্রেলার নতুনভাবে সাজিয়ে তার মন কেড়েছেন।



ছবিটিতে সুপারস্টার আরিয়ান খান্না ও তার অন্ধভক্ত গৌরবের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। ট্রেলারে গৌরবের জায়গায় নিজেকে জুড়ে দিয়েছে ওই ভক্ত। তার কাজ দেখে বোঝার উপায় নেই এটা সম্পাদনা করে সাজানো হয়েছে। সেজন্যই মুগ্ধ ৫০ বছর বয়সী এই অভিনেতা।

খুশি হয়ে নিজের স্টুডিওতে ভক্তকে চাকরির প্রস্তাব দিয়েছেন শাহরুখ। টুইটারে সোমবার (৭ মার্চ) সকালে তিনি লিখেছেন, ‘এসো আমাদের ভিএফএক্স স্টুডিওতে কাজ করো। সাবাশ!’

যশরাজ ফিল্মস প্রযোজিত ও মনীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’ মুক্তি পাবে আগামী ১৫ এপ্রিল। এতে শাহরুখের বিপরীতে আছেন ইলিয়েনা ডি’ক্রুজ ও ওয়ালুশা ডি’সুজা।

* ভক্তের সাজানো ট্রেলার :


* ‘ফ্যান’ ছবির ট্রেলার :
 

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।