ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের শুটিংয়ে হঠাৎ শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সালমানের শুটিংয়ে হঠাৎ শাহরুখ

নব্বই দশকের ‘করণ অর্জুন’ ছবির চেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটলো বাস্তবে। বলিউড সুপারস্টার সালমান খানের ‘সুলতান’ ছবির সেটে আরেক সুপারস্টার শাহরুখ খান চমকে দিয়ে হাজির হতেই এ দৃশ্য দেখা গেলো।



বলিউড লাইফ জানাচ্ছে, মুম্বাইয়ের ফিল্মসিটিতে ‘রায়ীস’-এর দৃশ্যধারণে ব্যস্ত ছিলেন শাহরুখ। কাছেই নিজের ছবির কাজ করছিলেন সল্লু। তাই ‘বজরঙ্গি ভাইজান’ তারকার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন শাহরুখ।

দেখা হওয়ায় দুই খানকে দারুণ উচ্ছ্বসিত দেখিয়েছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশে খুনসুটিতে মেতে উঠেছিলেন তারা। সালমান তার ‘সুলতান’ ছবির কিছু দৃশ্য দেখান শাহরুখকে।

এ ছাড়া শাহরুখ অভিনীত ‘ফ্যান’-এর ট্রেলার দেখে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সালমান। জানা গেছে, আগামী ১৫ এপ্রিল মুক্তি প্রতীক্ষিত ‘ফ্যান’ ছবির সঙ্গে যুক্ত হবে ‘সুলতান’-এর টিজার। উল্লেখযোগ্য ব্যাপার হলো, আগামী রোজার ঈদে ‘রায়ীস’ ও ‘সুলতান’ একসঙ্গে মুক্তি পেয়ে মুখোমুখি হবে বক্স অফিসে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।