ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আমি যদি নারী হতাম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আমি যদি নারী হতাম! শাহরুখ খান

আন্তর্জাতিক নারী দিবসে বলিউডের অনেক তারকাই নারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ টুইটারে মা, বোন, কন্যা ও স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন।

কেউ পোস্ট করেছেন ভিডিও বার্তা।

তাদের মধ্যে শাহরুখ খানের বার্তা আলাদাভাবে ছুঁয়ে গেছে সবার মন। মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে টুইটারে ৫০ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘আমি যদি নারী হতাম! নারী হওয়ার চেয়ে ভালো আর কিছুই নেই। তাদের মতো সাহস, মেধা, ত্যাগের মহিমা, নিঃস্বার্থ ভালোবাসা ও সৌন্দর্য পুরুষদের নেই। ধন্যবাদ নারীরা। ’

শাহরুখ আরও বলেন, ‘আমি পৃথিবীর সব নারীর ভক্ত। প্রত্যেককে সমানভাবে ভালোবাসি। নারীর ক্ষমতায়ন, নারীশক্তি ও নারীর স্বাধীনতা সম্প্রসারিত হলে তারা সবক্ষেত্রে নিজেদের চাহিদা কাজে লাগাতে পারবে। এই নারী দিবসে আমি প্রত্যেক নারীকে ধন্যবাদ জানাই। ’

নিজের প্রযোজিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখ নিজের আগে ব্যবহার করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম। নারী-পুরুষ সমতা আনতে বলিউডের আর কোনো অভিনেতা এমন পদক্ষেপ নেননি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।