ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে জর্জ মার্টিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
না ফেরার দেশে জর্জ মার্টিন জর্জ মার্টিন

কিংবদন্তি সংগীত প্রযোজক জর্জ মার্টিন আর নেই। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৮ মার্চ) যুক্তরাজ্যের লন্ডনে নিজ বাড়িতে মারা যান তিনি।

তার বয়স হয়েছিলো ৯০ বছর।

বিশ্বসংগীতে বিটলস ব্যান্ডকে দাঁড় করিয়েছিলেন জর্জ মার্টিন। এজন্য জন লেনন, জর্জ হ্যারিসন, পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টারের পাশাপাশি তাকে বলা হতো বিটলসের পঞ্চম সদস্য। তিনিই ছিলেন তাদের পরামর্শদাতা।

সর্বকালের সবচেয়ে সফল সংগীত প্রযোজক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জর্জ মার্টিনের নাম ওঠে। পাঁচ দশকে তিনি কাজ করেছেন এমন অর্ধশতরও বেশি গান টপচার্টের শীর্ষস্থান দখল করে যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনে।

প্রাক্তন বিটলসের ড্রামার রিঙ্গো স্টার টুইটারে জর্জ মার্টিনের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জর্জের ভালোবাসা ও সহমর্মিতার জন্য তাকে ধন্যবাদ। ঈশ্বর তার প্রতি সহায় হোন। প্রয়াত শিল্পীর পরিবারের জন্য সমবেদনা রইলো। ’

ছয় দশকের সংগীত জীবনে বিটলসের প্রায় সব গানে প্রযোজক হিসেবে কাজ করেছেন জর্জ মার্টিন। এ ছাড়া গেরি অ্যান্ড দ্য পিসমেকারস, জেফ বেক, আমেরিকা, চিপ ট্রিক ও অন্যান্যদের গানেও আছে তার অবদান। ১৯৬২ সালে বিটলসের সঙ্গে চুক্তির আগে জ্যাজ, কমেডি ও ক্লাসিক্যাল অ্যালবাম প্রযোজনা করেছেন তিনি।

১৯৭৯ সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী ‘অল ইউ নিড ইজ ইয়ারস’। বিটলসের সঙ্গে তার সম্পৃক্ততা ও তাদের সৃজনশীলতার প্রক্রিয়া তুলে ধরা হয় এতে। ১৯৯৬ সালে নাইট উপাধি পান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।