ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কক্সবাজারে ‘কিলার’ ইমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
কক্সবাজারে ‘কিলার’ ইমন ইমন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরেছিলেন ক’দিন আগে, গল্পের প্রযোজনে। চিত্রনায়ক ইমন এবার পরবেন খুনির পোশাক, সেটাও গল্পের প্র্রয়োজনে।

এবার হন্তারকের বেশে কক্সবাজারে যাচ্ছেন তিনি!  

বুধবার (৯ মার্চ) দুপুরে ইমন বাংলানিউজকে জানান, নতুন ছবির শুটিং করতে পরদিন কক্সবাজারে পৌঁছাবেন তিনি। ‘কিলার’ নামের ছবিটিতে তার নায়িকা নবাগতা মৌ খান। ছবিটি পরিচালনা করছেন সুজন বড়ুয়া।

ইমন জানান, টানটান উত্তেজনার গল্প রয়েছে ‘কিলার’ ছবিতে। তার চরিত্রটিও রহস্যঘেরা। সব মিলিয়ে এটি ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করলেন তিনি।

আগামী মাসে কাছাকাছি সময়ে দুটি ছবি মুক্তি পাচ্ছে ইমনের। এগুলো হলো সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ (৮ এপ্রিল) ও স্বপন আহমেদের ‘পরবাসিনী’ (২২ এপ্রিল)।
  
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।