ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনে মিলন ও জ্যোতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিজ্ঞাপনে মিলন ও জ্যোতি আনিসুর রহমান মিলন ও জ্যোতিকা জ্যোতি

অভিনেতা আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। এবার তারা জুটি বাঁধলেন বিজ্ঞাপনচিত্রের জন্য।

পাট মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ৬০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাদেরকে।

মিলন জানান, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকার এই প্রচারণার উদ্যোগ নিয়েছে। বিজ্ঞাপনটির পোস্টের কাজের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানা মাসুদ। চিত্রগ্রহণে ছিলেন ভেঙ্কেট গঙ্গাধারী। এর দৃশ্যধারণ হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

জ্যোতি বাংলানিউজকে বললেন, ‘বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে যত্ন নিয়ে। এতে একটি সুন্দর গল্প আছে, প্রচার শুরু হওয়ার পর দেখে আমার সঙ্গে একমত পোষণ করবেন সবাই। ’

বাংলাদেশ সময় : ১০০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।