ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

শিশু নির্যাতনের বিরুদ্ধে ফাহমিদার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
শিশু নির্যাতনের বিরুদ্ধে ফাহমিদার গান

‘সুন্দ্রাটিকি থেইকা মাদাইয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া/ নাগপুর থেকে নাইজেরিয়া/ করাচি থেকে ক্যালিফোর্নিয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া মানুষ/ লজ্জা ঢাকবা কি দিয়া’- শিশু নির্যাতনের বিরুদ্ধে এমন কথার গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। এতে তার সঙ্গে গেয়েছেন আরও দু’জন শিল্পী।

তারা হলেন- পাপী মনা ও হাসান আহমেদ।

আন্তর্জাতিক পথ শিশু দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একটি অ্যালবাম। সেখানেই থাকবে এ গানটি। তিন শিল্পীর পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছে কয়েজন শিশু। হাসান আহমেদ ও পাপী মনার কথায় এতে সুর ও সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু।

১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবসে প্রকাশ হবে ‘ছোটরাও বড় কিছু হও’ নামের অ্যালবামটি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।