ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

অক্ষয়ের সাফল্যের নেপথ্যে তিন নারী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
অক্ষয়ের সাফল্যের নেপথ্যে তিন নারী

বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে কে বা কারা উদ্বুদ্ধ করেন? প্রশ্নটার উত্তরে বেশিরভাগের মুখেই শোনা যেতে পারে তার অর্ধাঙ্গিনী বলিউড অভিনেত্রী টুইংকেল খান্না। উত্তরটা ভুল নয়।

তবে আরও দুই নারীর ভূমিকা আছে তার সাফল্যের পেছনে।

অক্ষয়ের জীবনে প্রভাব বিস্তারকারী এ দুই নারীর কথা কেউই জানতেন না। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অন্তরালের কথাটা জানালেন ৪২ বছর বয়সী এই তারকা। এতে তার সঙ্গে আছেন মা, বোন ও স্ত্রী।

আন্তর্জাতিক নারী দিবসে শেয়ার করা ছবিটির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘হিপ হিপ হুররে! এই তিন নারী আমাকে উদ্বুদ্ধ করে গতিশীল রাখেন প্রায় প্রতিদিন। নারীদের ছাড়া আমরা সত্যিকার অর্থেই চলা সম্ভব নয়। ’

এই বার্তাই পরিস্কারভাবে জানিয়ে দিচ্ছে নিজের জীবনের অপরিহার্য তিন নারীর বেলায় অক্ষয় কতোটা যত্নবান। ‘খিলাড়ি’ তারকার এই সজাগ, প্রেমময় ও যত্নশীল দিকটি তার মেয়ে ভক্তদের নিশ্চয়ই আচ্ছন্ন করেছে!

বলিউডে ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার। ‘হেরা ফেরি’, ‘হাউসফুল’, ‘সিং ইজ কিং’, ‘ওয়েলকাম’-এর মতো অনেক হাস্যরসধর্মী ছবিতে দর্শক মাতিয়েছেন তিনি। একই সঙ্গে ‘বেবি’, ‘হলিডে’, ‘গাব্বার ইজ ব্যাক’ ও এ বছর মুক্তি পাওয়া ‘এয়ারলিফট’-এর মতো দেশপ্রেমের ছবিতেও তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। তাকে বলা হয় ফিটফাট ও শৃঙ্খলাবদ্ধ অভিনেতা। বাবা হিসেবেও যথেষ্ট দায়িত্বশীল তিনি।

বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।