ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

মুন্নাভাই স্টাইলে সঞ্জয়পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
মুন্নাভাই স্টাইলে সঞ্জয়পুত্র সঞ্জয় দত্ত ও শেহরান

মুক্ত পাখির মতো এখন আকাশে উড়ে বেড়াচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ২৫ ফেব্রুয়ারি ৪২ মাস সাজা ভোগ করার পর পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

জেল থেকে বের হওয়ার পরেই নিজের জীবনী নিয়ে তৈরি ছবির কাজে ব্যস্ত হয়ে গেছেন সঞ্জয়।

এ ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না ৫৬ বছর বয়সী এই অভিনেতা। বিশেষ করে যমজ দুই সন্তান শেহরান (ছেলে) ও ইকরার (কন্যা) সঙ্গে।

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় সঞ্জয়পুত্রের একটি স্থিরচিত্র প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, হলুদ টি-শার্ট ও স্পাইক করা চুল নিয়ে মুন্নাভাইয় স্টাইলে হাজির হয়েছেন শেহরান।

রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিএসকে   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।