ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আমি তাকে ভালোবাসি: আলিয়‍া ভাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আমি তাকে ভালোবাসি: আলিয়‍া ভাট আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের সম্পর্ক নিয়ে অনেকদিন থেকেই বলিপাড়ায় চর্চা হচ্ছে। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেলেও প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাদের কেউ।

অবশেষে মুখ খুললেন আলিয়া ভাট। জানালেন, সিদ্ধার্থকে ভালোবাসেন তিনি।  

সম্প্রতি ‘কাপুর অ্যান্ড সান্স’-এর প্রচারণা অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বলিউডের এই অভিনেত্রী। তাকে প্রশ্ন করা হয়, সিদ্ধার্থ এবং তাকে নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে এ কারণে ছবিতে অভিনয় করতে কোনো সমস্যা হয়েছে?

জবাবে ২২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আপনারা এমনভাবে কথা বলছেন যেন এ গল্প নতুন শুরু হয়েছে। হ্যাঁ, আমি তাকে (সিদ্ধার্থ) ভালোবাসি। তার সঙ্গে কাজ করতে কোনো চাপ নেই। তার সঙ্গে কাজ করাটা খুব আনন্দের। ’

সাংবাদিকদের ব্যক্তিগত বিষয়ে কথা না বলার অনুরোধ জানান আলিয়া। এ বিষয়ে তার ভাষ্য, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বললে কাজের খুব সুবিধা হয়। এতে মনযোগটা কাজের প্রতি থাকে। অবশ্য এতে কিছুটা রহস্যও থাকে। আমি মনে করি কিছু বিষয়ে রহস্য থাকাটা ভালো। ’

তিনি আরো বলেন, ‘সিদ্ধার্থ বর্তমানে আমার সবেচেয়ে কাছের মানুষ। তাই যখন আমার ছবিতে কাজ করতে অসুবিধা হয়, তখন আমি মনে করি এ বিষয়ে খেয়াল রাখার জন্য আমার একজন বন্ধু আছে। আমি নিজেকে তখন আর একা মনে করি না। ’

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।