ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে ‘জুটোপিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
স্টার সিনেপ্লেক্সে ‘জুটোপিয়া’

অ্যানিমেশন ছবির ভক্তদের জন্য সুখবর। শুক্রবার (১১ মার্চ) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলো ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত অ্যানিমেটেড ছবি ‘জুটোপিয়া’।

গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর সাড়া জাগিয়েছে এটি। এক সপ্তাহের মধ্যে বক্স অফিসে এর আয় দাঁড়িয়েছে প্রায় ২৩ কোটি মার্কিন ডলার।

ওয়াল্ট ডিজনি পিকচার্স ও ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রযোজনায় ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাইরন হাওয়ার্ড ও রিচ মুর। ত্রিমাত্রিক প্রযুক্তির এ ছবির মূল বক্তব্য কুসংস্কার ও চেনা ছক। শিশুদেরকে এ দুটি বিষয়ে দীক্ষা দেওয়াই ছিলো ডিজনির উদ্দেশ্য।

গল্পে দেখা যাবে, বিচিত্র জীবজন্তুর নগরী জুটোপিয়া। এর মধ্যে বানিবারোর বাসিন্দা খরগোশ জুডি হপসের স্বপ্ন পুলিশ অফিসার হওয়া। কিন্তু তার বাবা-মায়ের এ নিয়ে আপত্তি রয়েছে। মেয়েকে অন্যকিছু করাতে চেষ্টা চালিয়ে যান তারা। কিন্তু নিজের স্বপ্নপূরণে হপস এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে, কোনোকিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। অনেক চেষ্টার পর একদিন পুলিশ বিভাগে নিয়োগ পায় সে। শুরু হয় নতুন অধ্যায়।

প্রতিনিয়ত নানা ঘটনার জন্ম হয় আর তার মুখোমুখি হতে হয় হপসকে। হঠাৎ করে জীবন-মরণ সমস্যায় পড়ে যায় শিয়াল। তাকে ধরতে প্রাণপণ চেষ্টা চালায় খরগোশ জুডি হপস। একসময় দু’জনই টের পায় কোনো এক কুচক্রীমহলের ষড়যন্ত্রের শিকার তারা। সেটা খুঁজে বের করতে জোট বাঁধে শিয়াল ও খরগোশ। নিজেদের অজান্তে দুই চিরশত্রুর বন্ধুতে পরিণত হওয়ার চমৎকার কাহিনী নিয়ে এগিয়ে যায় ‘জুটোপিয়া’।

ছবির একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত পপতারকা শাকিরা। ছবিটির জন্য একটি গানও তৈরি করেছেন তিনি। অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেসন বেইটম্যান, জিনিফার গুডউইন, ইডরিস অ্যালবা, জে. কে. সিমন্স, জেনি স্লেট, টমি চং, নেট টোরেন্স, ডন লেক, বনি হান্ট, অক্টাভিয়া স্পেন্সার, রেমন্ড পার্সিসহ হলিউডের  বেশ কয়েকজন তারকা। গ্রাফিক্স অ্যানিমেশন এবং চরিত্র নির্মাণে দারুণ দক্ষতা দেখিয়ে দর্শক-সমালোচকদের অকুন্ঠ প্রশংসা কুড়িয়েছেন পরিচালক।

বাংলাদেশ সময় : ১১৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।