ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

পণ্ডিত অমিয়রঞ্জনের রাগসংগীতের অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
পণ্ডিত অমিয়রঞ্জনের রাগসংগীতের অ্যালবাম

উপমহাদেশীয় শাস্ত্রীয়সংগীতের বিষ্ণুপুর ঘরানার গুরু সংগীতাচার্য পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাকে সম্মাননা জানাবে বেঙ্গল ফাউন্ডেশন।

একই সঙ্গে তার কণ্ঠে ধারণ করা রাগসংগীতের অ্যালবাম ‘টোয়াইলাইট রাগাজ’-এর মোড়ক খোলা হবে।

আগামী ১৪ মার্চ সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমণ্ডির বেঙ্গল ক্যাফেতে অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সংগীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী।

অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯২৭ সালে। তিনি বিষ্ণুপুর ঘরানার অনুসারী সংগীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্তান ও শিষ্য। দীর্ঘ জীবনে বিস্তর হিন্দুস্থানী সংগীত পরিবেশন ও এ বিষয়ে বক্তৃতা দিয়েছেন তিনি। তার ভরাট কণ্ঠে রাগসংগীতে এসেছে নতুন মাত্রা।

পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান। ৩০ বছরের বেশি সময় অধ্যাপনা করে ১৯৯২ সালে তিনি অবসর নেন।     

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।