ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

এন্টি-হিরো আমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এন্টি-হিরো আমান ‘ভ্রমর’ ছবিতে মুগ্ধতা ও আমান রেজা

মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ২০। সবকটিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আমান রেজা।

নায়িকা হিসেবে পেয়েছেন শাবনূরসহ আরও অনেককে। এবার একটু বাঁকবদলের পালা! নতুন ছবিতে এন্টি-হিরো হিসেবে আসছেন তিনি।

শনিবার (১২ মার্চ) সকালে আমান বাংলানিউজকে বললেন, ‘প্র্রথমবারের মতো এ ধরনের কাজ করছি। মজার ব্যাপার হচ্ছে, গল্পে দেখা যাবে নায়িকা এন্টি-হিরোকেই ভালোবাসে। তবে শেষভাগে বোঝা যাবে, আমি এন্টি-হিরো। আমার বিশ্বাস, দর্শক এটা উপভোগ করবেন। ’

আমান জানান, তার ছবিটির নাম ‘ভ্রমর’। ‘এই তো প্রেম’খ্যাত নির্মাতা সোহেল আরমানের পরিচালনায় এর দৃশ্যধারণ চলছে সিলেটের বিভিন্ন এলাকায়। আমান সেখানেই আছেন। গত ৬ মার্চ থেকে এক মাসের জন্য সিলেট পাড়ি দিয়েছে ‘ভ্রমর’ বাহিনী। ছবিটির জন্য গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, সাব্বির জামান ও প্রীতম হাসান। প্রযোজনা করছে ভিসতা ড্রিমস।  

আমানের পাশাপাশি ‘ভ্রমর’ ছবিতে আরও আছেন নবাগত এবিএম সুমন ও মুগ্ধতা, আছেন এটিএম শামসুজ্জামান। মুগ্ধতার দ্বিতীয় ছবি এটি। বাপ্পির সঙ্গে ‘মিসড কল’ দিয়ে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি।
 
আমানের প্রথম ছবি ‘ভালোবাসার শেষ নেই’ মুক্তি পায় ২০০৯ সালে। এরপর মনসুর আলির ‘একাত্তরের সংগ্রাম’ ছবিটি দিয়ে আলোচনায় আসেন। এখন চলচ্চিত্র ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন পণ্যের মডেল হচ্ছেন তিনি। সম্প্রতি মডেল হয়েছেন একাধিক মিউজিক ভিডিওতে। এর মধ্যে অন্যতম লোপা হোসাইনের ‘পুনর্জন্ম’।

আমানের সবশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘স্টোরি অব সামারা’। মুক্তির অপেক্ষায় আছে ‘শতরূপে শতবার’, ‘কাকতাড়ুয়া’ ‘রাঙামন’, ‘প্রবাসীর প্রেম’ প্রভৃতি।

* ‘পুনর্জন্ম’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।