ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

একই দিনে কলকাতায় শাকিব, ঢাকায় জিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
একই দিনে কলকাতায় শাকিব, ঢাকায় জিৎ শাকিব খান ও জিৎ

দুই বাংলার দুই সুপারস্টার নায়ক শাকিব খান ও জিতের বেলায় একাধিক কাকতালীয় ব্যাপার ঘটেছে। শাকিব দীর্ঘদিন পর আর জিৎ প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দু’একদিন আগে-পরে।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, একই দিনে শনিবার (১২ মার্চ) ছবির শুটিংয়ে শাকিব যাচ্ছেন ভারতে আর জিৎ আসছেন বাংলাদেশে।  

শনিবার জাকির হোসেন সীমান্তর পরিচালনায় শ্রাবন্তীর বিপরীতে ‘শিকারী’ ছবির শুটিং করতে কলকাতায় গেছেন শাকিব। অন্যদিকে বিকেলের ফ্লাইটে ঢাকায় আসছেন জিৎ। তিনি বাবা যাদবের পরিচালনায় নুসরাত ফারিয়ার বিপরীতে ‘বাদশা’ ছবির শুটিং করবেন।

এই দুই তারকা নায়ককে আনা-নেওয়ার কাজটি করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে শাকিব ও জিতের ছবি দুটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।

কলকাতা যাওয়ার আগে শাকিব বাংলানিউজকে বলেন, ‘ঘটনাটি বেশ কাকতালীয়। একটু আগে-পরে শিডিউল হলে হয়তো জিতের সঙ্গে দেখা হতে পারতো। ’

শাকিবের দেশত্যাগের তারিখ চূড়ান্তই ছিলো। কিন্তু জিতের ৪ মার্চ ঢাকায় আসার কথা থাকলেও ভিসা জটিলতায় পড়েছিলেন। আর এতেই মিলে গেলো দুই নায়কের ভিনদেশ সফরের দিনটি।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।