ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

পিটবুলের মিউজিক ভিডিওতে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
পিটবুলের মিউজিক ভিডিওতে জ্যাকুলিন পিটবুল ও জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রীদের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুরের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। মার্কিন র‌্যাপার পিটবুলের নতুন গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে।



কিছুদিন আগে পিটবুলের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব পান জ্যাকুলিন। কয়েক দফা আলোচনার পর কাজটি করার সম্মতি জানান ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। চলতি মাসে অথবা এপ্রিলের শুরুতে এর দৃশ্যধারণ হবে।

জানা গেছে, ভিডিওটির ভাবনা আকর্ষণীয় মনে হয়েছে জ্যাকুলিনের। এজন্যই এতে মডেল হচ্ছেন তিনি। তবে পিটবুলের সঙ্গে কণ্ঠ মেলাবেন না শ্রীলঙ্কান এই সুন্দরী। তাকে শুধু নাচতেই দেখা যাবে।  

দুই বছর আগে প্রিয়াঙ্কা চোপড়ার ‘এক্সোটিক’ গানে কাজ করেছিলেন পিটবুল। ভিডিওতেও দেখা গেছে তাদেরকে। ২০১৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে গানটি পরিবেশন করেন দু’জনে। সম্প্রতি প্রকাশিত কোল্ডপ্লে ব্যান্ডের ‘হাইম ফর দ্য উইকেন্ড’ গানের ভিডিওতে দেখা গেছে সোনমকে।  

শোনা যাচ্ছিলো, পিটবুলের নতুন ভিডিওতে কাজ করার সুযোগ এসেছিলো বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রনৌতের কাছে। কিন্তু শেষ পর্যন্ত দান মেরে দিলেন জ্যাকুলিন। তিনি এখন অভিনয় করছেন ‘হাউসফুল থ্রি’, ‘ঢিশুম’ ও ‘অ্যা ফ্লাইং জাট’ ছবি তিনটিতে।  

 

* পিটবুল ও প্রিয়াঙ্কা চোপড়ার ‘এক্সোটিক’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।