ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

লন্ডনে পাড়ি জমালেন ব্র্যাঞ্জেলিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
লন্ডনে পাড়ি জমালেন ব্র্যাঞ্জেলিনা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে নিয়ে লন্ডনে পাড়ি জমালেন হলিউডের হেভিওয়েট দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। গত মাসে সেখানে একটি বাড়ি ভাড়া নিয়েছেন তারা।

এজন্য প্রতি মাসে ব্র্যাঞ্জেলিনাকে গুণতে হচ্ছে ২১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৪১ হাজার টাকা।

ইউএস ম্যাগাজিন জানিয়েছে, লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত অট্টালিকাটি দেখতে অনেকটা হোয়াইট হাউসের মতো। এতে আছে আটটি শোবার ঘর, পুল ও জিম। বাড়িটি পিটের বন্ধু হলিউড অভিনেতা জর্জ ক্লুনির বাড়ি থেকে মাত্র ৪০ মিনিটের দূরত্বে।   

লন্ডনে সন্তানদের নিয়ে অন্তত ছয় মাস থাকবেন পিট-জোলি। এখানে নিজের পরবর্তী ছবি ‘ওয়ার্ল্ড ওয়ার জেড টু’র কাজে ব্যস্ত হয়ে পড়েছেন পিট। ৫২ বছর বয়সী এই অভিনেতা বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অংশ নেবেন সেখানে।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বিএসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।