ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ওয়ান্ডার ওম্যান দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ওয়ান্ডার ওম্যান দীপিকা! দীপিকা পাড়ুকোন

বলিউডে পুরস্কার আর প্রশংসার বন্যায় ভেসেছেন, এবার হলিউডে পা রেখেই সুনাম কুড়াতে শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। তাকে তো ভাবা হচ্ছে ওয়ান্ডার ওম্যান! হলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুবি রোজ এ বিশেষণ উল্লেখ করেছেন তার জন্য।



দীপিকার ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে আছেন রুবিও। ভারতীয় এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। শুক্রবার (১১ মার্চ) টুইটারে দীপিকা ফ্যান ক্লাবের সদস্যরা কাজের অভিজ্ঞতা জানতে চাইলে ২৯ বছর বয়সী এই অস্ট্রেলীয় তারকা প্রশংসার বৃষ্টিতে ভিজিয়েছেন তাকে।

‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ সিরিজের অভিনেত্রী রুবি রোজ বলেন, ‘কোত্থেকে শুরু করবো? দীপিকা খুব নম্র আর অনেক সুন্দরী। ও মেধাবী অভিনেত্রী। তাকে আমার খুব পছন্দ হয়েছে। তার ভক্তরা নিজেদেরকে ভাবতে পারে ওয়ান্ডার ওম্যানের ভক্ত!’

এর আগে দীপিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন ছবিটির পরিচালক ডিজে ক্যারাসো। তিনি বলেন, ‘প্রতিদিন সকাল থেকে দেখছি দীপিকা আমার কাজটা সহজ করে দিচ্ছে!’

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে নাম ভূমিকায় আছেন হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেল। এতে দীপিকার চরিত্রের নাম সেরেনা। ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর অন্য সহশিল্পীরা হলেন স্যামুয়েল এল. জ্যাকসন, কনোর ম্যাকগ্রেগর, জেট লি, টনি জা ও নিনা ডোবরেভ। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ২০ জানুয়ারি।

এদিকে ছবিটির কাজের ফাঁকে লস অ্যাঞ্জেলসের দ্য নাইস গাই রেস্টুরেন্টে টেনিস তারকা নোভাক জোকোভিচের সঙ্গে নৈশভোজ করেছেন দীপিকা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।