ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আলিয়ার সেরা সহশিল্পী শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আলিয়ার সেরা সহশিল্পী শাহরুখ শাহরুখ খান ও আলিয়া ভাট

চার বছরের ক্যারিয়ার, ছবির সংখ্যা আটটি, এগুলোতে অনেক নবীন-প্রবীণের সঙ্গে কাজ করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এখন কাজ করছেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে।

তাকে সেরা সহশিল্পী উল্লেখ করলেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী।

‘ইংলিশ ভিংলিশ’-এর পরিচালক গৌরি শিন্ডের নতুন ছবিতে দেখা যাবে শাহরুখ ও আলিয়াকে। মহেশ ভাটের কন্যা বলেন, ‘দৃশ্যধারণ শুরু হয়ে গেছে। দারুণ সময় কাটছে। আমি খুব নার্ভাস ছিলাম। সংলাপ যেন ভুলে না যাই সেজন্য রাতদিন মহড়া করেছি। আমার দেখা সেরা সহশিল্পী তিনিই। ’

আলিয়া জানান, ৫০ বছর বয়সী শাহরুখ কাজে ডুবে থাকেন। এজন্য তার কখনও মনে হয়নি তিনি আলিয়া ভাট আর উনি শাহরুখ খান! এমন একজনের সঙ্গে কাজ করতে পেরে তাই আনন্দিত আলিয়া। তার কথায়, ‘উনি সবার কথা শোনেন, কখনও কাউকে না করেন না। তিনি খুব কর্তব্যপরায়ণ। তাই তার সঙ্গে কাজ করার আনন্দের। এ অভিজ্ঞতা অসাধারণ। ’

এদিকে মহেশ ভাটের হিট ছবি ‘দিল হ্যায় কে মানতা নেহি’র রিমেকে শহিদ কাপুরের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আলিয়া। বাবার প্রযোজনায় ‘আশিকি থ্রি’র তৃতীয় কিস্তিতেও তার কাজ করার কথা শোনা যাচ্ছে। এ ছাড়া নিজের অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র সিক্যুয়েল ‘বাদরিনাথ কি দুলহানিয়া’য়ও অভিনয়ের কথা শোনা যাচ্ছে।

আলিয়ার নতুন ছবি ‘কাপুর অ্যান্ড সনস’ মুক্তি পাবে আগামী ১৮ মার্চ। এতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।