ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

স্বাধীনতা দিবসের গানে ছয় শিল্পী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
স্বাধীনতা দিবসের গানে ছয় শিল্পী (বাঁ থেকে) সামিনা চৌধুরী, শফিক তুহিন, সৈয়দ আব্দুল হাদী, পার্থ বড়ুয়া, কনা ও ইমরান

বিভিন্ন প্রজন্মের ছয় জনপ্রিয় সংগীতশিল্পী একত্র হলেন। একটি গানের জন্য।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি হলো দেশাত্মবোধক গানটি। শিল্পীরা হলেন সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, শফিক তুহিন, কনা ও ইমরান।

গানটির কথা এমন- ‘অনেক দামে পাওয়া তুমি, রক্ত দিয়ে কেনা/তুমি সত্য সুন্দর বাংলাদেশ, মায়ের মতো চেনা’। গানটির কথা লিখেছেন শফিক তুহিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন মার্সেল।

এর রেকর্ডিং হয়েছে প্রোমিক্স স্টুডিওতে। এ গানের ভিডিও তৈরি করছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক। আগামী ২৬ মার্চ ভিডিওটি অনলাইন ও ইউটিউবে আসবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১৭৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।