ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

প্রতি বছর দেওয়া হবে মাসুদ করিম সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
প্রতি বছর দেওয়া হবে মাসুদ করিম সম্মাননা ছবি : নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশবরেণ্য গীতিকার মাসুদ করিম স্মরণে সংগীতাঙ্গনের ২৫ জন শিল্পীকে প্রদান করা হলো সম্মাননা। শনিবার (১২ মার্চ) বিকেল ৪টায় শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে তাদের হাতে স্মারক তুলে দেন প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।



মাসুদ করিমের গান গেয়েছেন কিংবা তার সৃষ্টিকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এমন শিল্পীরা সম্মাননা পেয়েছেন। তারা হলেন ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ফৌজিয়া খান, ফরিদা পারভীন, শাহীন সামাদ, আবিদা সুলতানা, রুমানা ইসলাম শ্রাবণী, ডলি ইকবাল, সৈয়দ আব্দুল হাদী, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ খুরশিদ আলম, শ্রীকান্ত আচার্য্য, কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী, তিমীর নন্দী, শুভ্র দেব, কাদেরী কিবরিয়া, মাকসুদ, এমএ শোয়েব, সুরকার আলম খান, শেখ সাদী খান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, শাফাৎ খৈয়াম ও লেখক কাজী আনোয়ার হোসেন। তবে তাদের বেশিরভাগই ছিলেন অনুপস্থিত।

শনিবারের অনুষ্ঠানে মাসুদ করিমের সহধর্মিণী দিলারা আলো জানান, তিনি চার সন্তানকে নিয়ে কানাডায় থাকেন। স্বামীর স্মৃতি ধরে রাখতে গঠন করেছেন মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশন। এখান থেকে প্রতি বছর শিল্প-সংস্কৃতিতে গুণীদের সম্মাননা দেওয়ার ঘোষণা দেন দিলারা আলো।

বাংলাদেশ সময় : ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।