ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ব্যাংককে হাসপাতালে সুজানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ব্যাংককে হাসপাতালে সুজানা

থাইল্যান্ডের ব্যাংককে গত ১০ মার্চও ভালো ছিলেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। ওইদিন সিয়াম প্যারাগন বিপণি বিতানের মাল্টিপ্লেক্সে ‘লন্ডন হ্যাজ ফলেন’ ছবিটি দেখেছেন, পপকর্ন খেয়েছেন।

হঠাৎ কী এমন হলো যে, পরদিনই সকালে তাকে ফেসবুকে লিখতো হলো- ‘আমার জন্য দোয়া করবেন’।

সুজানা তখন বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে। এখনও সেখানেই। কী হয়েছে তার? শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর তিনি ফেসবুকে লিখেছেন, পাকস্থলীর সমস্যায় ভুগছেন, তাই চিকিৎসকের শরণাপন্ন হতে হাসপাতালে এসেছেন। তবে এরপর ডি রিলাক্স অ্যান্ড রেস্টুরেন্টে নৈশভোজ করছেন জানিয়ে স্বস্তি মিলেছিলো তার ভক্তদের।

কিন্তু শনিবার (১২ মার্চ) দুপুরে সুজানা অসুস্থ বোধ করার কথা জানান। এ কারণে বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শুয়ে আছেন বিছানায়। সুজানা বললেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। ’

সংগীতশিল্পী হৃদয় খানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন সুজানা। পরে তারা ভালোবেসে ঘর বেঁধেছিলেন। কিন্তু সেটা টেকেনি।

বাংলাদেশ সময় : ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।