ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘মন’-এর ফাঁদে সাইমন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
‘মন’-এর ফাঁদে সাইমন! সাইমন/ ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মন’-এর ফাঁদে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন। ‘মন’ যেন তার পিছু ছাড়ছেই না! একটি নতুন ছবির সংবাদ সম্মেলনে এই তথ্য ফাঁস হলো।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের এক রেস্তোঁরায় দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ ছবিকে ঘিরে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন।

এখানে ছবিটির নায়ক সাইমন সাদিক বলেন, ‘২০১১ সালে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। দেবাশীষ বিশ্বাসের বিশ্বাস ছিলো, আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। দেরিতে হলেও কাজ শুরু হতে যাচ্ছে। ছবিটি নিয়ে আমি অাশাবাদী। ’

সাইমনের বক্তব্যের পর পরিচালক দেবাশীষ বিশ্বাস এই নায়ক সম্পর্কে জানালেন মজার তথ্য। তিনি বলেন, ‘মন যেন সাইমনের পিছু ছাড়ছে না। ‘পোড়ামন’, ‘পুড়ে যায় মন’, ‘মন জ্বলে’ ছবিগুলোর নায়ক সাইমন। লক্ষ্য করলে দেখা যাবে যে, মন শব্দটি আছে তার নামের শেষেও, সাই-মন!’

পরিচালক জানান, ছবিটিতে সাইমনের বিপরীতে আছেন পরীমনি। এটি হবে এ জুটির চার নম্বর ছবি। যদিও অনুষ্ঠানে ছিলেন না পরীমনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অভিনেতা সাদেক বাচ্চু, দুই প্রযোজক দেলোয়ার হোসেন নবীন ও গাফফার এহসান।

নবীন চলচ্চিত্র প্রযোজিত ‘মন জ্বলে’র দৃশ্যধারণ শুরু হবে আগামী আগস্টে। সুস্ময় সুমনের চিত্রনাট্যে ছবিটির জন্য গান তৈরি করছেন ইমন সাহা,  লিখছেন সুদীপ কুমার দীপ।   

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।