ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কনক চাঁপার একক চিত্র প্রদর্শনী উৎসর্গ মিঠুকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
কনক চাঁপার একক চিত্র প্রদর্শনী উৎসর্গ মিঠুকে কনক চাঁপা

কয়েক মাস আগে বাংলানিউজের সঙ্গে আলাপে একক চিত্র প্রদর্শনী করবেন বলে জানিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। বলেছিলেন শীতেই কাজটা সারতে চান।

এখন শীত পেরিয়ে বসন্তও বিদায়ের পথে।

আশার কথা হলো, আগামী এপ্রিলে কনক চাঁপার একক চিত্র প্রদর্শনী হবে। শতাধিক ছবি নিয়ে এটি হবে তার প্রথম চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী উৎসর্গ করা হবে সদ্য প্রয়াত চিত্রশিল্পী ও চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠুকে।  

কনক চাঁপা বাংলানিউজকে জানান, সংগীতে সময় দেওয়ার পাশাপাশি তিনি লেখালেখি করতে পছন্দ করেন। এঁকেছেন বেশকিছু ছবিও। এবার সেইসব ছবি নিয়ে করতে যাচ্ছেন চিত্র প্রদর্শনী। আঁকাআঁকিতে তিনি সব সময় স্বামী মইনুল ইসলাম খানের উৎসাহ পেয়েছেন।  

আগামী ১ থেকে ৪ এপ্রিল পর্যন্ত কনক চাঁপার একক চিত্র প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চার নম্বর গ্যালারিতে। ওইদিন বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এতে বিশেষ অতিথি থাকবেন মোহাম্মদ রফিকউজ্জামান, বিপাশা হায়াৎ ও কনকচাঁপা চাকমা।

শিল্পচর্চা সম্পর্কে কনক চাঁপা বলেন, ‘আমার আঁকা ছবিগুলোতে নেই কোনো গ্রামার, নেই কোনো শিক্ষা। তবু হৃদয়ের একান্ত রক্তক্ষরণ থেকেই আঁকিবুঁকি। তবে খুবই আশ্চর্য হলাম যে এগুলো আসলে এই শেষবেলায় আমার গান। আমার কন্ঠের স্পন্দন। গান, আঁকা, লেখা, সেলাই, প্রার্থণা সবকিছুকে মিলিয়ে মিশিয়ে আমি আবার শূণ্য আকার ধারণ করতে চাই। ’ 

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।