ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

কেউ চিনলো না তাকে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
কেউ চিনলো না তাকে!

দিল্লিকে ‘পিঙ্ক’ করে দিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। অথচ কেউ ঘুণাক্ষরেও টের পেলো না।

শনিবারের (১২ মার্চ) কথা। এদিন ভোরে দিল্লির পথে পথে একাই হেঁটে বেড়ালেন বিগ বি। অথচ কেউই চিনতে পারলো না তাকে! ঘটনাটা পুরোপুরি সত্যি।

অমিতাভ পরেছিলেন খাকি ট্রাউজার, ঢোলা শার্ট ও যে কোনো প্রশিক্ষণে ব্যবহৃত মুখোশ। স্বাস্থ্যের সুরক্ষার জন্য একই সময় একই স্থানে হাঁটতে বেরিয়ে অনেকে দেখতেও পেয়েছেন তাকে। কিন্তু কেউ তেমন মাথা ঘামাননি বুড়ো লোকটাকে নিয়ে! পরে ৭৩ বছর বয়সী এই তারকা টুইটারে ছবি শেয়ার করার পর কপাল চাপড়েছেন সেই প্রাতভ্রমণকারীরা!

এ প্রসঙ্গে অমিতাভ নিজের ব্লগে লিখেছেন, ‘এই মুখোশ পথচারিদের হতবাক করেছে। এ ধরনের মুখোশ পরে রাস্তায় বের হওয়ায় তাদের ভ্রু কুঁচকানো দেখলাম। একেই বলে উপেক্ষা, অচেনা। এমনকি চেনা চেনা মনে হলেও চিনতে অনীহা থাকা। কিন্তু একবার চিনতে পারলেই হতো!’

সুজিত সরকারের প্রযোজনা ও অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘পিঙ্ক’ ছবির শুটিং করতে দিল্লি গেছেন অমিতাভ। এজন্যই ভোরে তার হাঁটাহাঁটি। শেয়ার করা একাধিক স্থিরচিত্রে সেটাই জানালেন তিনি। এর একটিতে দেখা যাচ্ছে, তিনি ব্যস্ত সড়ক পার হচ্ছেন। আরেকটি ছবিতে তার মতো পথচারি বলতে শুধু একটি কুকুরকে দেখা গেলো।

অচেনা মনে হওয়ায় আশেপাশে কোনো ক্যামেরা না থাকা ও জটলা না তৈরি হওয়ার জন্য রূপসজ্জাকরের কৃতিত্ব দেখছেন অমিতাভ। তিনি বলেন, ‘রূপসজ্জা শিল্পী দারুণ কাজ করেছে। আমি এটাকেই বিস্ময়করই বলবো। ’

ছবিটিতে আরও আছেন তাপসী পান্নু, কীর্তি কুলহানি ও আন্ড্রিয়া ট্যারিয়াঙ। ‘পিঙ্ক’ মুক্তি পাবে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর।

কিছুদিন আগে কলকাতায় সুজয় ঘোষের প্রযোজনা ও রিভু দাশগুপ্তর পরিচালনায় ‘তিন’ ছবির কাজ করেছেন অমিতাভ। এতে তার সহশিল্পী নওয়াজুদ্দিন সিদ্দিকি, বিদ্যা বালান ও সব্যসাচী চক্রবর্তী। এটি মুক্তি পাবে আগামী ২০ মে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।