ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

শাকিবের সম্মানে এন্টি-হিরো সম্রাট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
শাকিবের সম্মানে এন্টি-হিরো সম্রাট! সম্রাট

‘দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। শাকিব ভাই সিনিয়র শিল্পী।

তার সঙ্গে এক ছবিতে কাজ করা হয়নি। পরিচালক প্রস্তাব দিলেন, ছবিটিতে এন্টি হিরোর চরিত্রে কাজ করতে হবে আমাকে। শাকিব ভাইয়ের সম্মানে রাজি হয়ে গেলাম’- রোববার দুপুরে বাংলানিউজকে কথাগুলো বললেন জনপ্রিয় চিত্রনায়ক সম্রাট। ‘শুটার’ নামের নতুন ছবিটিতে প্রথমবারের মতো এন্টি-হিরোর ভূমিকায় দেখা যাবে তাকে।

সম্রাটের মতে, তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। জেল খাটা আসামীর চরিত্রে থাকছেন তিনি। নায়কের সঙ্গে কাউন্টার অ্যাটাক, দ্বন্দ্ব-সংঘাত রয়েছে। নেতিবাচক হলেও এ চরিত্রে চমক থাকছে দর্শকের জন্য।

সম্রাট আরও বলেন, ‘চরিত্র বুঝে নেওয়ার আগে নির্মাতাকে বলেছিলাম, আমার রোমান্টিক গান দরকার নেই, নায়িকাও লাগবে না। অভিনয় দেখানো যাবে এমন চরিত্র হলেই চলবে। আমি খুব খুশি, মনের মতো একটি চরিত্র পেয়েছি। ’

রাজু চোধুরী পরিচালিত ‘শুটার’ ছবির দৃশ্যধারণ শুরু হয়েছে দু’দিন আগে। এতে শাকিবকে দেখা যাবে অন্ধকার জগতের মানুষ হিসেবে। এ ছাড়া আরও আছেন অপু বিশ্বাস, মিশা সওদাগর, শাহরিয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।