ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

বসন্ত উৎসবে বাপ্পা ও জলের গান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বসন্ত উৎসবে বাপ্পা ও জলের গান

ফাগুনের মিঠে হাওয়া আর চৈতালী আমের মুকুলের মৌ মৌ গন্ধ মেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসব ১৪২২’। এখানে সংগীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস, জলের গান ও কিরণ চন্দ্র রায়।



ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির (ডিইউসিএস) আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় শুরু হবে দিনব্যাপী এ উৎসব। উদ্বোধনের আগে বাজবে জাতীয় সংগীত। এরপর বসন্ত উৎসবের থিম সংয়ের সঙ্গে থাকবে নাচ। সংক্ষিপ্ত আলোচনার পর উদ্বোধন হবে উৎসবের। সকাল ১১টায় বসন্ত উৎসব শোভাযাত্রা বের হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। বিশেষ অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৩টায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন গীতি, হাছন রাজার গান, বাউল গান, লোকজ ধারার গান, লোকজ নৃত্য, আদিবাসী গান, গীতিনৃত্যনাট্য, মঞ্চনাটক ‘চম্পক নগরের উপকথা’, নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’, গম্ভীরা, কীর্তন, পুঁথি পাঠ, আবৃত্তি। রাত ৯টায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হবে উৎসব। উৎসব প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বসন্ত মেলা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, ‘এ উৎসবের মাধ্যমে গ্রামীণ সোঁদা মাটির গন্ধ বিলিয়ে দিতে চাই আমরা। তাই আবহমান বাংলার লোকজ সংস্কৃতির রূপ সামনে রেখে গ্রাম্য মেলা ও নানান রঙের সাংস্কৃতিক আয়োজনে আমরা সাজিয়েছি উৎসব। ’

উৎসব আয়োজনে একক পৃষ্ঠপোষকতা দিচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা। উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।