ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ভক্তের ইচ্ছাপূরণ করলেন আনুশকা, সঙ্গে রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ভক্তের ইচ্ছাপূরণ করলেন আনুশকা, সঙ্গে রণবীর

‘লেডিস ভার্সাস রিকি বেল’ (২০১১) ও ‘দিল ধাড়াকনে দো’র (২০১৫) পর আবার একত্র হলেন বলিউড তারকা রণবীর সিং ও আনুশকা শর্মা। তবে নতুন কোনো ছবির জন্য নয়।

ভক্তের ইচ্ছা পূরণ করতে হাত মেলালেন তারা।

বলিউডের ব্যস্ত দুই তারকা সময় বের করে ভক্তের সঙ্গে দেখা করবেন কি-না তা রীতিমতো ভাববার বিষয়। তবুও ক্ষুদে ভক্ত আশ্রিতার একমাত্র ইচ্ছা ছিলো, আনুশকার সঙ্গে দেখা করা। শত ব্যস্ততার মাঝেও রণবীরকে নিয়ে ভক্তের মনের আশা পূর্ণ করলেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

মেক অ্যা উইশ ফাউন্ডেশনের মাধ্যমে আশ্রিতার স্বপ্নটা বাস্তবে রূপ নিয়েছে। তাকে চমকে দিয়ে সামনে হাজির হন ‘বাজিরাও মাস্তানি’ তারকা রণবীরও। ব্যাপারটা তার কাছে অনেকটা কেকের মধ্যে চেরি পাওয়ার মতো!

আনুশকা এখন ব্যস্ত আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’-এর দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী বলিউড সুপারস্টার সালমান খান। অন্যদিকে ৩০ বছর বয়সী রণবীর এখন ব্যস্ত আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’র কাজ নিয়ে। এতে তার সহশিল্পী বাণী কাপুর।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।