ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আমিরের জন্মদিন নিয়ে অজানা কথা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আমিরের জন্মদিন নিয়ে অজানা কথা আমির খান

বলিউডের প্রায় সবাই শুভেচ্ছা জানাচ্ছেন সুপারস্টার আমির খানকে। সোমবার (১৪ মার্চ) ৫১ বছরে পদাপর্ণ করেছেন তিনি।

অন্যরা ‘শুভ জন্মদিন’ জানালেও তার ছোট ভাই ফয়সাল খানের আছে বিশেষ পরিকল্পনা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘প্রতি বছরের মতো আমাদের পরিবারের পুনর্মিলন হবে। সবাই মিলে কেক কাটবো। একসঙ্গে নৈশভোজ করবো। আমিরকে অবাক করে দেওয়ার মতো উপহার দেওয়ার পরিকল্পনা আছে আমার। ’

জন্মদিন এলে নানান সঙ্কল্প করেন আমির, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না! ফয়সাল এমন একটি তথ্য ফাঁস করে বললেন, ‘প্রতি বছর তিনি সিদ্ধান্ত নেন ধূমপান ছেড়ে দেবেন, সিগারেট ছুঁয়ে দেখবেন না। কিন্তু নিজের নতুন কোনো ছবির মুক্তি ঘনিয়ে এলে আবার আগের মতো হয়ে যান। আমি চাই, এবার সত্যি সত্যি তিনি যেন সিগারেট ছাড়তে পারেন। ’

আমিরের চেয়ে এক বছরের ছোট ফয়সাল। ছোটবেলার জন্মদিনের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘লাল ফিতা আর নানান রঙের বেলুন দিয়ে সাজাতো হতো আমাদের বাড়ি। আমরা দুই ভাই বেলুন বলতে ছিলাম পাগল! আমাদের সারা বাড়ি, আসবাব আর পাখাও সাজতো বেলুনে। আমাদের সব বন্ধু আসতো, আমরা একসঙ্গে কেক কাটতাম, উপহার পেতাম। ’

বেড়ে ওঠার পর জন্মদিন উদযাপনের ধরণটা বদলেছে। তবে ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’ ছবির দৃশ্যধারণ চলাকালীন আমিরকে চমকে দিয়েছিলেন ফয়সাল। তিনি তখন ছিলেন পাঁচগনিতে। ফয়সাল তাকে উপহার দেন একটি ঘুড়ি। কারণ আমির ঘুড়ি ওড়াতে পছন্দ করেন। শৈশবে দুই ভাই প্রায়ই নাটাই হাতে ছাদে চলে যেতেন।

ফয়সাল সাধারণত শৈশবকে মনে পড়ে এমন কিছু উপহার দেন আমিরের জন্মদিনে। আমজনতার কাছে সুপারস্টার হতে পারেন, ফয়সালের কাছে তিনি এখনও সবচেয়ে প্রিয়, যত্নবান আর অত্যন্ত দায়িত্বশীল বড় ভাই। ‘সাফল্য তাকে মানুষ হিসেবে বিন্দুমাত্র বদলাতে পারেনি’- দাবি ফয়সালের।

ভোজন রসিক আমির খান জন্মদিনে শিখ কাবাব খেতে পছন্দ করেন। মা জিনাত হুসেনের তৈরি বিশেষ শিখ কাবাব সবচেয়ে ভালো লাগে তার। তাদের নানি এটা ভালো বানাতে পারতেন। তার কাছেই শিখেছেন জিনাত। ফয়সালও রাঁধতে জানেন। ভাইয়ের জন্মদিনে ছানার হালুয়া বানিয়ে খাওয়ান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।