ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সালমা হায়েকের সঙ্গে অক্ষয়ের সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
সালমা হায়েকের সঙ্গে অক্ষয়ের সেলফি অক্ষয় কুমার ও সালমা হায়েক

হলিউড সুন্দরী সালমা হায়েকের সঙ্গে দেখা হয়ে গেলো বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। দুবাইয়ে ভার্কে ফাউন্ডেশন গ্লোবাল টিচার প্রাইজ প্রদান অনুষ্ঠানে অংশ নেন তারা।



একফাঁকে সালমার সঙ্গে সেলফি তুলে ফেললেন অক্ষয়। টুইটার ও ইনস্টাগ্রামে সেলফিটি শেয়ার করে ৪২ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘সারাজীবন মনে রাখার মতো একটি সেলফি!’

শিক্ষককের কাছে এটা নোবেল পুরস্কারের সমান। শিক্ষা পেশাকে সম্মান জানাতে একত্রিত হন বলিউড ও হলিউড তারকারা। এখানে আরও ছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী পরিণীতি চোপড়া। হলিউড থেকে হাজির ছিলেন অস্কারজয়ী অভিনেতা ম্যাথু ম্যাকোনাহে।

এদিকে চলতি বছরের ১২ আগস্ট মুক্তি পাবে অক্ষয়ের নতুন ছবি ‘রুস্তম’। এতে আরও আছেন ইলিয়েনা ডি’ক্রুজ ও এশা গুপ্তা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।