ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

মাকে নানাবাড়ি কিনে দিতে চান আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
মাকে নানাবাড়ি কিনে দিতে চান আমির জিনাত হুসেনের সঙ্গে আমির খান

৫১ বছরে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। সোমবার (১৪ মার্চ) তার জন্মদিন।

এদিন একটি বিশেষ ইচ্ছার কথা জানালেন তিনি। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে কথা বলেন ‘পিকে’ তারকা।

আমির জানান, তার মা জিনাত হুসেনকে একটি বাড়ি উপহার দিতে চ‍ান তিনি। তবে যেমন-তেমন বাড়ি নয়। তাহলে কেমন? এ বিষয়ে মিস্টার পারফেকশনিস্টের ভাষ্য, ‘এ বছর মাকে বেনারসে অবস্থিত আমার নানার ভিটেমাটি কিনে দিতে চাই। ছোটবেলায় সেখানে বেড়ে উঠেছেন আমার মা। ’

আমিরের মায়ের বয়স এখন ৮০ বছর। একথা জানিয়ে ভারতীয় এই তারকা আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরেই বাড়িটি কেনার কথা ভাবছি। যারা এখন ওই বাড়িতে রয়েছেন তাদের সবার সঙ্গে কথা বলতে চাই এবং তারা সম্মতি জানালে বাড়িটি কিনতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।