ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

গ্রাহকদের নিয়ে বসেছে কার্টুন নেটওয়ার্ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
গ্রাহকদের নিয়ে বসেছে কার্টুন নেটওয়ার্ক

বাংলাদেশে কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস (সিএনই) ও ওয়ার্নার ব্রাদার্সের (ডব্লিউবি) অনুমোদিত প্রতিনিধি এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি নতুন সনদধারীদের নিয়ে হোটেল ওয়েস্টিনে আলোচনা সভার আয়োজন করে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট তামজিদ বিন আহামেদ জানান, অনুষ্ঠানটি ছিল মূলত পারস্পরিক মতবিনিময়ভিত্তিক।

এতে এ দেশের প্রেক্ষাপটে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, বাটা বাংলাদেশ ও পারফেট্টি ভ্যান মেলে, বাংলাদেশের মতো বর্তমান গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশার কথা জানার বিষয়ে জোর দেওয়া হয়। এখানে ছিলেন সম্ভাবনাময় গ্রাহক এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিত্বকারী আইপি প্রফেশনাল বা পেশাজীবীরা।

এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু দাউদ খান অনুষ্ঠানে বলেন, ‘নতুন লাইসেন্স বা সনদ প্রদানের ফলে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সামনে নতুন গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করবে এবং ব্যবসায়িক পরিমন্ডলে তাদের যোগাযোগ বাড়াবে। বাংলাদেশে টার্নার ব্রডকাস্টিং ও ওয়ার্নার ব্রাদার্সের অনুমোদিত এজেন্ট হিসেবে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যাপকভিত্তিক পরিকল্পনা রয়েছে, যাতে বাজার নিয়ন্ত্রণে একটি দক্ষ লিগ্যাল বডি প্রতিষ্ঠা করে চোরাই আইপি ব্যবহার রোধ করা যায়। ’

টার্নার ব্রডকাস্টিং এশিয়া-প্যাসিফিকের বিপণন পরিচালক (দক্ষিণ এশিয়া অঞ্চল) আনন্দ সিং বলেন, ‘বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিবৃত্তিক সম্পদ ক্রমাগতভাবে বাড়ছে। আমরা এখন গ্রাহকদের প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে অধিকতর জোর দিয়ে আমাদের পক্ষ থেকে সমর্থন ও সহায়তা প্রদান করে চলেছি। ফলে আমাদের ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি তাদেরও ব্যবসায়িক প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করি। ’

টার্নার ব্রডকাস্টিং অ্যান্ড ওয়ার্নার ব্রাদার্সের অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১২ সাল থেকে বাংলাদেশের বাজারে কাজ করছে। পারফেট্টি ভ্যান মেলে, বাংলাদেশ; বাটা বাংলাদেশ ও বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড সম্প্রতি টার্নারের সঙ্গে যথাক্রমে এক, দুই ও আড়াই বছর মেয়াদি তিনটি আলাদা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী পারফেট্টি, বাটা ও বেঙ্গল পলিমার তাদের প্রচারণামূলক কার্যক্রমসহ বিভিন্ন ধরনের জুতা ও প্লাস্টিক পণ্য তৈরিতে ডিজাইন বা নকশা হিসেবে কার্টুন নেটওয়ার্ক ও ওয়ার্নার ব্রাদার্সের পোর্টফলিও থেকে নানা ধরনের কার্টুন চরিত্র ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ সময় : ১৯১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।