ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ভারতীয় বিজ্ঞাপন নির্মাণে আদনান আল রাজীব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ভারতীয় বিজ্ঞাপন নির্মাণে আদনান আল রাজীব (বাঁ থেকে) আদনান আল রাজীব, রিশাভ চাড্ডা ও অভিনব শুক্লা

ভারতের দুই তরুণ অভিনেতা রিশাভ চাড্ডা ও অভিনব শুক্লাকে নিয়ে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলেন বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব। পণ্যও ভারতের।

এক্সপ্রেস মানির বিজ্ঞাপনটির দৃশ্যায়ন হয়েছে মুম্বাই ও পুনেতে।

রিশাভ বলিউডে ‘দৃশ্যম’ (২০১৫), ‘খুবসুরত’ (২০১৪) ও ‘দিল্লি বেলি’ (২০১১) ছবিতে অভিনয় করেছেন। ‘খুবসুরত’-এ সোনম কাপুরের ভাইয়ের ভূমিকায় দেখা গেছে তাকে। অন্যদিকে অভিনব শুক্লা প্রধান চরিত্রে ছিলেন ‘রোর: টাইগারস অব দ্য সুন্দরবনস’ ছবিতে।

এবারই প্রথম বাংলাদেশি কোনো নির্মাতা ভারতীয় বিজ্ঞাপন তৈরি করলেন। এজন্য আদনান আল রাজীব বেশ উচ্ছ্বসিত। নির্মাণের পাশাপাশি তিনি মডেলও হয়েছেন। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী রাখির সঙ্গে স্যালন টি’র বিজ্ঞাপনে তাকে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।