ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ট্যাক্সি ড্রাইভার আলিয়া, যাত্রী রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ট্যাক্সি ড্রাইভার আলিয়া, যাত্রী রণবীর বিজ্ঞাপনচিত্রের দৃশ্যে আলিয়া ভাট ও রণবীর সিং

কোনো ঘোষণা ছাড়াই নতুন ছবির দৃশ্যধারণের কাজ শুরু করে দিয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। তবে ছবির নাম কী? পরিচালক কে?

সম্প্রতি ফেসবুকে এই জুটির দুটি ছবি প্রকাশ পেয়েছে।

যেখানে দেখ‍া যাচ্ছে, ট্যাক্সি ড্রাইভের পোশাক পরে, চোখে রোদচশমা লাগিয়ে হাতে চায়ের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী এবং রণবীর পাঞ্জাবি পায়জামা পরে, কাঁধে বড় ব্যাগ ঝুলিয়ে তাকিয়ে আছেন আলিয়ার দিকে। অন্য ছবিতে শাড়িতে আলিয়া এবং নিজের চিরচেনা সেই স্টাইলে রণবীর।

কোনো নতুন ছবি নয়, একটি বিজ্ঞাপনের জন্য জুটিবদ্ধ হয়েছেন তারা। মুম্বা‌ইয়ে এর দৃশ্যধারণ করা হয়েছে। তবে এটি কীসের বিজ্ঞাপন তা জানা যায়নি।

আলিয়া এখন ব্যস্ত করণ জোহর পরিচালিত ‘কাপুর অ্যান্ড সানস’-এর প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান ও ঋষি কাপুর। এটি মুক্তি পাবে ১ এপ্রিল। রণবীর সিং এখন ব্যস্ত আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’র কাজ নিয়ে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।