ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

মায়ের কাছ থেকে রান্না শিখতে চান আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
মায়ের কাছ থেকে রান্না শিখতে চান আমির

সোমবার (১৪ মার্চ) ৫১ বছরে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। এদিন ছেলের আঁকা ছবি দিয়ে বানানো টি-শার্ট পরে সংবাদ সম্মেলনে অংশ নেন এবং কেক কাটেন তিনি।

সেই টি-শার্টে লেখা ছিলো ‘আজাদ লাভস পাপা (আজাদ বাবাকে ভালোবাসে)’। এদিনটি মা জিনাত হুসেইনকে উৎসর্গ করে দিয়েছেন আমির।

মায়ের সঙ্গে জন্মদিন পালনের জন্য যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই উড়ে এসেছেন বলিউডের এই অভিনেতা। এ বিষয়ে মিস্টার পারফেকশনিস্ট জানান, ‘আমি শুধু আমার পরিবারের সঙ্গে থাকতে চাই। এই বিশেষ দিনটিতে আমার মা, জীবনসঙ্গী ও প‍ুত্রের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব সন্তুষ্টি লাগছে। ’

এদিন বিশেষ একটি ইচ্ছার কথাও জানিয়েছেন আমির। সেটি হলো মা জিনাত হুসেইনকে নানার ভিটেমাটি কিনে দিতে চান তিনি। এ বিষয়ে তিনি জানান, ‘আমি কখনও সেখানে যা‌ইনি ‘থ্রি ইডিয়েটস’ ছবির প্রচারণার সময় সেখানে গিয়েছিলাম। আমি আশা করছি সেই বাড়িতে এখন যারা আছেন তারা সেটি বিক্রির জন্য রাজি হবেন। বেনারস খুব সুন্দর একটি শহর। ’

এখানেই শেষ নয়, এদিন ‍তিনি আরও জানান, ‘এ বছর আমি আমার আম্মির থেকে রান্না শিখবো। আমার আম্মি যা যা রান্না করতে পারেন সবকিছু শিখতে চাই। ’ 

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।