ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতার মিডিয়ায় নেই শাকিব খান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
কলকাতার মিডিয়ায় নেই শাকিব খান! শাকিব খান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘শিকারী’ ছবির দৃশ্যধারণে অংশ নিতে কলকাতায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। অন্যদিকে ‘বাদশা’র কাজে বাংলাদেশে আছেন ওপার বাংলার নায়ক জিৎ।

যৌথ প্রযোজনার এই দুটি ছবিকে ঘিরে সোচ্চার দেশীয় গণমাধ্যমগুলো। অনেক জল্পনা-কল্পনার পর শ্রাবন্তীর বিপরীতে অভিষিক্ত শাকিবকে নিয়ে কলকাতার মিডিয়ায় নেই কোনো আগ্রহ। দেশের ‘এক নম্বর’ নায়ক ওপার বাংলার খবরে গুরুত্ব পাচ্ছেন না। এ নিয়ে ক্ষুব্ধ শাকিবভক্তরা।

খোঁজ নিয়ে জানা দেখা গেছে, ১২ মার্চ কলকাতায় পৌঁছে শুটিংয়ে যোগ দিয়েছেন শাকিব। এর মধ্যে আনন্দবাজার পত্রিকাসহ অন্যান্য সংবাদ মাধ্যমে ‘শিকারী’ তথা শাকিব খানকে নিয়ে উল্লেখযোগ্য কোনো খবর প্রকাশিত হয়নি। এ দেশের শোবিজ অঙ্গনের নামী-অনামী শিল্পীদের নিয়ে ‘উস্কানিমূলক’ খবর প্রকাশ করলেও শাকিবের বেলায় তারা ‘চুপ’। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা।

এ দিকে ‘নিরাপত্তার বলয়ে’ থেকে ঢাকার আশপাশে শুটিং করছেন জিৎ। তাকে ঘিরে দেশীয় মিডিয়ার আগ্রহের কমতি নেই। লক্ষ্য করা গেছে অনুসন্ধানীধর্মী প্রতিবেদনও!

এ নিয়ে সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে সমালোচনা জমে উঠেছে। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ ছবি দুটি প্রযোজনা করছে। জাজের ফেসবুক পাতায় জিৎকে নিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হলেও এসকে মুভিজের ফেসবুক পাতায় নেই কিংখানখ্যাত শাকিব!

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।