ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

আরবাজের ব্যর্থ ক্যারিয়ারই বিচ্ছেদের কারণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরবাজের ব্যর্থ ক্যারিয়ারই বিচ্ছেদের কারণ আরবাজ খান ও মালাইকা অরোরা খান

অনেক চেষ্টার পরও শেষ রক্ষা হচ্ছে না মালাইকা অরোরা ও আরবাজ খানের দাম্পত্য জীবনের। ১৮ বছরের সংসার করার পরও আরবাজের সঙ্গে বিচ্ছেদকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করছেন মালাইকা।

তাদের বিচ্ছেদের মূল কারণ হচ্ছে আরবাজের ব্যর্থ ক্যারিয়ার ও আর্থিক অস্বচ্ছলতা।

টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, সালমান খান বলিউডের অন্যতম সফল অভিনেতা হলেও আরবাজ এবং সোহেল কেউই সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। অভিনেতা কিংবা নির্মাতা কোনোটিতেই সফল হননি তারা দু’জন।

অন্যদিকে বলিউডের সফল মডেল ও আইটেম কন্যা হিসেবে নিজেকে ভালোভাবেই প্রতিষ্ঠিত করেছেন মালাইকা অরোরা খান। পাশাপাশি, ছোট পর্দার বেশ কিছু রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা যায় তাকে। শুধু তাই নয়, ছেলে আরহানের পড়াশোনার খরচ এবং স্কুলের ফি সব কিছুই বহন করতে হয় তাকে। তাই সবকিছু মিলিয়ে আরবাজের ব্যর্থ ক্যারিয়ারের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা।

এদিকে বলিউডের এই অভিনেত্রীর সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনেক চেষ্টা করছেন খান পরিবার। সম্প্রতি বিষয়টি মীমাংসার জন্য পারিবারিকভাবে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন সল্লু। সেখানে উপস্থিত ছিলেন খান পরিবারের সবাই। মালাইকা এবং আরবাজও ছিলেন সেখানে। কিন্তু ইতিবাচক কোনো ফল পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।