ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কঙ্গনার বিরুদ্ধে হৃতিকের ম‍ামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
কঙ্গনার বিরুদ্ধে হৃতিকের ম‍ামলা হৃতিক রোশন ও কঙ্গনা রনৌত

বেশ কিছুদিন আগে বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী কঙ্গনা রনৌতের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল। এবার সেই কথিত প্রেমিকার বিরুদ্ধে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন হৃতিক।



৪২ বছর বয়সী এই অভিনেতা তার আইনজীবী দীপেশ মেহতার মাধ্যমে কঙ্গনার কাছে একটি আইনি নোটিশটি পাঠিয়েছেন। যেখানে কঙ্গনাকে একটি সংবাদ সম্মেলন করে বলিউডের এই সুপারস্টারের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। কারণ, বেশ কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে হৃতিককে ‘সিলি এক্স’ অর্থ‍াৎ ‘নিরীহ প্রাক্তন প্রেমিক’ বলে সম্বোধন করেছিলেন বলিউডের এই অভিনেত্রী।

নোটিশ পাওয়ার পর ২৮ বছর বয়সী এই অভিনেত্রীও চুপ করে থাকেননি। ‘কুইন’ খ্যাত এই তারকা তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকির মারফতে ২১ পাতার একটি উত্তর পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, কঙ্গনা যে স‍াক্ষাৎকারটি দিয়েছিলেন, তার কোথাও তিনি হৃতিকের নাম উল্লেখ করেননি। তাহলে কেন মানহানির প্রশ্ন আসছে।

এর আগে গুঞ্জন শোনা যায়, ‘আশিকি থ্রি’তে কঙ্গনার অভিনয়ের কথা থাকলেও হৃতিকের অনুরোধে তাকে বাদ দেন নির্মাতারা। এর কারণ হিসেবে ধরা হয়েছিলো তাদের প্রেমের সম্পর্ককে। এ প্রসঙ্গ উঠলে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমি জানি, এ (প্রেম) নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে। দৃষ্টি আকর্ষণের জন্য ‘সিলি এক্স’রা এমন করে থাকেন। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।