ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

ছয় বছর পর জেমস আবার মডেল

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ছয় বছর পর জেমস আবার মডেল বিজ্ঞাপনচিত্রের দৃশ্যে জেমস

পানীয় পণ্য ব্ল্যাক হর্সের নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন রকতারকা জেমস। ছয় বছর পর আবার কোনো পণ্যের প্রচারণায় যুক্ত হলেন তিনি।

কালো পাঞ্জাবি, জিন্স আর বুট- এই সাজে তাকে দেখা যাবে বিজ্ঞাপনটিতে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। বুধবারও হবে। এটি নির্মাণ করছেন গাজী শুভ্র। জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে জানান, এ বিজ্ঞাপনে জনপ্রিয় গান ‘পাগলা হাওয়া’ ব্যবহার করা হচ্ছে।

আবার বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে নগরবাউল বাংলানিউজকে বললেন, ‘আপনারা তো জানেনই, ব্ল্যাক হর্স পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউরো কোলার সঙ্গে এর আগেও কাজ করেছি। এবারের বিজ্ঞাপনের কনসেপ্টও ভালো। এর নির্মাণশৈলী কেমন হবে তা নির্ভর করছে নির্মাতার ওপর। সম্পাদনাও গুরুত্বপূর্ণ। আশা করছি, ওরা ভালো করবে। ’

১৯৯৯ সালে কোমল পানীয় পেপসির বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে প্রথমবার মডেল হন জেমস। এর এক দশক পর ব্ল্যাক হর্সের মডেল হিসেবে দেখা যাবে তাকে। একই পণ্যের বিজ্ঞাপনে তিনি আবার কাজ করেন ২০১০ সালে। ব্ল্যাক হর্সের ওই দুটি বিজ্ঞাপন নির্মাণ করেন ভারতীয় নির্মাতা সিদ্ধার্থ।

গানের বাইরে বলিউডের ছবিতে পর্দায় এসেছেন। অনুরাগ বসুর পরিচালনায় ‘লাইফ ইন অ্যা মেট্রো’র কিছু দৃশ্যে তাকে দেখা গেছে। এতে একটি ব্যান্ডের সদস্য চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে অনুভব সিনহা প্রযোজিত ‘ওয়ার্নিং’ ছবিতে নিজের গাওয়া ‘বেবাসি’ গানের ভিডিওচিত্রে ঠোঁট মিলিয়েছেন নগরবাউল ব্যান্ডের এই কান্ডারি।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।