ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

রাত পোহালে ঢাকায় ফারুকীর কাছে ইরফান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
রাত পোহালে ঢাকায় ফারুকীর কাছে ইরফান ইরফান খান ও মোস্তফা সরয়ার ফারুকী

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই ঢাকায় পা রাখবেন বলিউড অভিনেতা ইরফান খান।

মুম্বাই থেকে উড়োজাহাজে চড়ে বুধবার (১৬ মার্চ) সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ ছবিতে অভিনয়ের জন্যই ইরফানের এই ঢাকা সফর। আগামী ২০ মার্চ থেকে শুরু করে এর চিত্রায়ন হবে টানা ২৫ এপ্রিল পর্যন্ত। এতোদিন যা আলোচনা আর কথাবার্তা হয়েছেন, ইরফানের কাছে গেছেন ফারুকী। এবার তার কাছে আসছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।  

দুটি পরিবারের উত্থান-পতনের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটির গল্প। একটি পরিবারের মূল মানুষটি মারা যাওয়ার পর উভয়ে বুঝতে পারে ভালোবাসাই শেষ কথা। তখন সবাই অনুধাবন করে- মৃত্যু সবসময় দূরে নিয়ে যায় না, কাছেও টেনে আনে। ছবিটিতে ইরফান ছাড়াও অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, পার্নো মিত্র প্রমুখ।

ফারুকী বাংলানিউজকে জানালেন, আগামী ১৮ মার্চ ঢাকার একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন ইরফান ও তিনি। সঙ্গে থাকবেন তিশা, প্রাচী ও পার্নো। এখানে সাংবাদিকরা সবাইকে প্রশ্ন করার সুযোগ পাবেন। স্বাভাবিকভাবেই ইরফানকে প্রশ্ন করা যাবে বেশি।

গত কিছুদিন ধরে ‘ডুব’ ছবিটির খবর প্রকাশিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে। বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে সুনাম কুড়ানো ইরফানের ঢাকার ছবিতে কাজ করার ঘটনাটা চমক হিসেবেই দেখা হচ্ছে।  

‘ডুব’কে বলা হচ্ছে আন্তর্জাতিক ছবি। ইংরেজি নাম ‘দ্য বেড অব রোজেস’। এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ ও ইরফান খান।

বাংলাদেশ সময় : ২৩৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।