ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কৃষকের ক্ষেতে ক্ষুদে শিক্ষার্থীদের আলু তোলার প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
কৃষকের ক্ষেতে ক্ষুদে শিক্ষার্থীদের আলু তোলার প্রতিযোগিতা

রাজধানীর বারিধারার স্কলার্স ইনস্টিটিউটশনের পঞ্চম শ্রেণীর ২০ শিক্ষার্থী যাচ্ছে কৃষকের ক্ষেতে আলু তুলতে। গত বছর ২ ডিসেম্বর ওই শিক্ষার্থীরা মুন্সিগঞ্জ জেলা সদরের বাগেশ্বর গ্রামের কৃষক মিলন মাতবরের ক্ষেতে রোপন করেছিল আলুবীজ।



নিজেদের রোপণ করা ক্ষেতের আলু তোলার কার্যক্রমটি নিয়ে মাঠে প্রতিযোগিতা হবে শিক্ষার্থীদের মধ্যে। কে আগে আলু তুলবে, কার রোপণ করা সারিতে আলুর পরিমাণ হবে বেশি- এ বিষয়গুলো আসবে বিবেচনায়। এর ভেতর দিয়ে উঠে আসবে ক্ষুদে শিক্ষার্থীদের ফসল তোলার আনন্দ-উচ্ছ্বাস ও উপলব্ধির কথা।

এ নিয়েই সাজানো হয়েছে চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের নিয়মিত কার্যক্রম ‘ফিরে চল মাটির টানে জুনিয়র’-এ এবারের পর্ব। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ। আগামী ১৯ মার্চ রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময় : ০২৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।