ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে ব্যাটম্যান ও সুপারম্যান মুখোমুখি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
স্টার সিনেপ্লেক্সে ব্যাটম্যান ও সুপারম্যান মুখোমুখি!

ডিসি কমিকসের বিখ্যাত দুই সুপারহিরো ব্যাটম্যান ও সুপারম্যান প্রথমবার একসঙ্গে আসছে বড় পর্দায়। তাদের নিয়ে নির্মিত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবিটি ঢাকায় আসছে আন্তর্জাতিক মুক্তির দিনে।



রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সেই শুধু ছবিটি দেখা যাবে আগামী ২৫ মার্চ থেকে। গত ১১ মার্চ রাতে প্রেক্ষাগৃহটির ফেসবুক পেজে এ তথ্য দেওয়া হয়। ব্যাটম্যান ও সুপারম্যানের মধ্যে যুদ্ধে কে জয়ী হয় তা নিয়ে বাংলাদেশেও রয়েছে ব্যাপক কৌতূহল।

‘ম্যান অব স্টিল’ (২০১৩) ছবির পর এতে আবার সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল। অন্যদিকে প্রথমবার ব্যাটম্যানের পোশাক গায়ে জড়িয়েছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক।

ওয়ান্ডার ওম্যান হিসেবে আছেন গল গ্যাডোট। এ ছাড়াও অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ, অ্যামি অ্যাডামস, ডায়েন লেন, লরেন্স ফিশবার্ন, জেরেমি আয়রন্স, হলি হান্টার। ২ ঘণ্টা ৩১ মিনিট ব্যাপ্তির এ ছবির পরিবেশনার দায়িত্বে আছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স।

জ্যাক স্নাইডার পরিচালিত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ বানাতে খরচ হয়েছে ২৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯৫৯ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকা!

বাংলাদেশ সময় : ০৫৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।