ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আসিফ ইকবালের কথায় রূপঙ্কর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আসিফ ইকবালের কথায় রূপঙ্কর (বাঁ থেকে) আসিফ ইকবাল ও রূপঙ্কর বাগচী

ওপার বাংলার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী বাংলাদেশের কয়েকটি অ্যালবামে গেয়েছেন। এবার তিনি একটি একক গান গাইলেন।

এর সুর আর সংগীত পরিচালনাও করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী।

‘মন খারাপের মেঘ’ শিরোনামের গানটি লিখেছেন আসিফ ইকবাল। তিনি অনেক জনপ্রিয় শিল্পীর গান লিখেছেন। তার কথায়, ‘রূপঙ্করের গায়কী নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এ গানটা অন্যরকম করে বানিয়েছেন তিনি। একবার শুনলেই ভালো লাগার মতো কাজ হয়েছে। ’

গত মাসে কলকাতায় এ গানের রেকর্ডিং হয়েছে। গান হাতে পাওয়ার আগে কাউকে এ বিষয়ে জানাতে চাননি আসিফ ইকবাল। গান পেয়েই বাংলানিউজকে খবরটি দিলেন তিনি। চলতি মাসেই এটি প্রকাশ হবে গানচিলের ওয়েবসাইটে।

রূপঙ্করের গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য ‘গভীরে যাও’ (বাইশে শ্রাবণ), ‘রুপকথা’ (অপরাজিতা তুমি), ‘গান খুঁজে পাই’ ও ‘চুপিচুপি রাত’ (চলো, লেটস গো), ‘তবু যদি’ (দত্ত ভার্সেস দত্ত), ‘এ তুমি কেমন তুমি’ ও সহসা এলে কি (জাতিস্মর)।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।