ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

খড়গপুর স্টেশন থেকে যাত্রা শুরু হলো ধোনীর (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
খড়গপুর স্টেশন থেকে যাত্রা শুরু হলো ধোনীর (ভিডিও)

এ কথা কম বেশি সকলের জানা ভারতের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনীর জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘এমএস ধোনী: দ্য আনটোল্ড স্টোরি’। এতে ধোনীর চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ছবিটির ৫৫ সেকেন্ডের একটি টিজার।

যেখানে দেখা যাচ্ছে, খড়গপুর স্টেশনে শত যাত্রীর মাঝে কালো স্যুট, সাদা শার্ট, লাল টাই, কাঁধে ব্যাগ, বুকে ব্যাচ ঝুলিয়ে হাজির হয়েছেন টিকেট চেকার মহেন্দ্র সিং ধোনী অর্থাৎ সুশান্ত।

কর্মজীবনের একটা সময় খড়গপুরে কাটিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক ধোনি। এ রেলশহরে রয়েছে তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মিশে রয়েছে নানা উত্থান পতনের স্মৃতি। এ কারণেই এই শহরকে দৃশ্যধারণের জন্য বেছে নিয়েছেন পরিচালক নীরজ পান্ডে।

‘এমএস ধোনী: দ্য আনটোল্ড স্টোরি’ ধোনীর বাবার চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের ও স্ত্রী সাক্ষীর ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদভানীকে। ২০১৪ সালে এই ছবির কাজ শুরু করা হয়। এখন তা শেষের দিকে। এটি মুক্তি পাবে ২ সেপ্টেম্বর।

‘এমএস ধোনী: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির টিজার :


বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।