ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

নিজের গানের সঙ্গে নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
নিজের গানের সঙ্গে নাচ (ভিডিও)

পহেলা বৈশাখ উপলক্ষে প্রথম একক অ্যালবাম প্রকাশ করবেন তরুণ সংগীতশিল্পী প্রীতম হাসান। অন্যের জন্য সুর করে এরই মধ্যে আলোচনায় এসেছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসানের ছোট ছেলেটি।

এবার ক্রিকেটের এক গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নাচতেও দেখা গেলো তাকে।

ভারতে অনুষ্ঠিত হচ্ছে ‘আইসিসি ওয়ার্ল্ড টি২০- ২০১৬’। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। দলটির জার্সি স্পন্সর করছে মেঘনা গ্রুপের ফ্রেশ। লাল-সবুজের বিশ্বকাপ যাত্রা উপলক্ষে তৈরি হয়েছে নতুন একটি গান। এর শিরোনাম ‘ফ্রেশ জোশে বাংলাদেশ’। আসিফ ইকবালের কথায় সুর, সংগীতায়োজন ও গাওয়ার পাশাপাশি গানটির ভিডিওতে নেচেছেন প্রীতম। ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু। এর কোরিওগ্রাফার আসাদ খান।

এ প্রসঙ্গে প্রীতম বাংলানিউজকে বলেছেন, ‘মাত্র দু’ ঘন্টার প্রস্তুতিতে নেচেছি। এটা আমার জীবনে নতুন অভিজ্ঞতা। ক্রিকেট উন্মাদনায় বাড়তি আনন্দ যোগ করতে গাওয়ার পাশাপাশি নাচে অংশ নিয়েছি। ’

* ‘ফ্রেশ জোশে বাংলাদেশ’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।