ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

মারায়ার বিয়ে ও কনসার্ট নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
মারায়ার বিয়ে ও কনসার্ট নিয়ে প্রামাণ্যচিত্র মারায়া ক্যারি

বিয়ে আসন্ন, নতুন সংগীত সফর ‘সুইট সুইট ফ্যান্টাসি’ও শুরু হলো, মার্কিন গায়িকা মারায়া ক্যারির জীবনের গুরুত্বপূর্ণ এ দুটি বিষয় নিয়ে তৈরি হচ্ছে একটি প্রামাণ্যচিত্র। এর সুবাদে তার ঝলমলে জীবনযাপনে ঢুঁ মারার ভিআইপি সুযোগ থাকছে ভক্তদের জন্য! গত ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ ঘোষণা দেন।



মারায়া বলেছেন, ‘নতুন অধ্যায় (বিয়ে) শুরুর আগে আমার জীবনের গল্প ভক্তদের সামনে আনার ব্যাপারে আমি উচ্ছ্বসিত। এ প্রামাণ্যচিত্র নিয়ে এরই মধ্যে দারুণ সময় কাটছে। মনে হচ্ছে, দর্শকদেরও আনন্দ হবে এটা দেখে। এসব মুহূর্ত তুলে ধরার চেয়ে ভালো আর কিছু মনে হচ্ছে না এখন। ’

ই! এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের জন্য নির্মাণাধীন সিরিজটির নাম রাখা হয়েছে “মারায়া’স ওয়ার্ল্ড”। এটি সাজানো হচ্ছে আটটি ভাগে। চ্যানেলটির নির্বাহী সহ-সভাপতি জেফ ওল্ডি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সময়ে মারায়া হলেন শ্রোতাদের সবচেয়ে মুগ্ধ করেছেন এমন পপ সুপারস্টার। অল্প সময়ে সারাবিশ্বে নাম ছড়িয়ে পড়া বিরল শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। ’

সিরিজটিতে থাকবে অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকারের সঙ্গে মারায়ার বিয়ের পরিকল্পনা এবং আগের স্বামী টিভি উপস্থাপক-অভিনেতা নিক ক্যাননের সঙ্গে সংসার জীবনে যমজ সন্তানের যত্ন নেওয়ার কথা। এ ছাড়া থাকবে ৪৫ বছর বয়সী এই গায়িকার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ আফ্রিকায় নতুন সংগীত সফরের কথা। গত ১৫ মার্চ গ্লাসগোতে হয়েছে সফরের প্রথম কনসার্ট। এখানে আঁটসাঁট পোশাক পরে সংগীত পরিবেশন করেন তিনি।

নব্বই দশকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানের গায়িকা ছিলেন মারায়া ক্যারি। ১৯৯৫ সালে বয়েজ টু মেন ব্যান্ডের সঙ্গে তার গাওয়া ‘ওয়ান সুইট ডে’ সবচেয়ে বেশি সময় ধরে বিলবোর্ড সিঙ্গেলস চার্টের শীর্ষে ছিলো। তবে ২০১৪ সালে প্রকাশিত তার সর্বশেষ অ্যালবাম ‘আই অ্যাম মারায়া...দ্য ইলুসিভ শানটুস’ সবচেয়ে বাজে ফল পেয়েছে। গত বছর থেকে লাস ভেগাসের সিজার’স প্যালেসে থাকছেন তিনি।

এদিকে প্রেমিক জেমস প্যাকারকে ক্যারিবিয় অঞ্চলের বারমুডার একটি দ্বীপে বিয়ে করবেন মারায়া। ঘরোয়া পরিসরেই সম্পন্ন হবে আনুষ্ঠানিকতা। অতিথি থাকবেন ৫০ জন। বিয়ের দিনক্ষণ না জানালেও ধারণা করা হচ্ছে জুনের মাঝামাঝি এক হবে তাদের চার হাত।

মারায়া শুধু বন্ধুদেরকেই নেমন্তন্ন পাঠাচ্ছেন। তাদের প্রত্যেককে উড়োজাহাজে চড়ে দ্বীপে পৌঁছাবেন। এই দ্বীপে হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে মিলে ২৫ কোটি ডলারে একটি রিসোর্ট বানাচ্ছেন প্যাকার।

* মারায়া ক্যারির গাওয়া ‘হিরো’ গানের ভিডিও :


* মারায়া ক্যারির গাওয়া ‘উই বিলং টুগেদার’ গানের ভিডিও :


* ধনকুবেরের প্রেমে ভাসছেন মারায়া

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।