ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘ইন্ডিয়ানা জোন্স’ চরিত্রে ফিরছেন হ্যারিসন ফোর্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
‘ইন্ডিয়ানা জোন্স’ চরিত্রে ফিরছেন হ্যারিসন ফোর্ড

সব জল্পনার অবসান, দুঃসাহসী প্রত্নতত্ত্ববিদ ইন্ডিয়ানা জোন্স চরিত্রে আবার ফিরছেন হলিউড তারকা হ্যারিসন ফোর্ড। আগের চারটির মতো নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিও পরিচালনা করবেন স্টিভেন স্পিলবার্গ।

এটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২০১৯ সাল পর্যন্ত।

ফোর্ডের বয়স এখন ৭৩ বছর। এ কারণে তিনি এমন চরিত্রে কাজ করবেন কি-না তা নিয়ে ধোঁয়াশা ছিলো, তবে বয়সের কাছে হার মানছেন না ফোর্ড। তাকে নিয়েই গত ১৫ মার্চ সিরিজের পঞ্চম কিস্তির ঘোষণা দিয়েছে নির্মাণ প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি কোম্পানি।

ওয়াল্ট ডিজনি স্টুডিওসের চেয়ারম্যান অ্যালান হর্ন এক বিবৃতিতে বলেছেন, ‘ইন্ডিয়ানা জোন্স হলো চলচ্চিত্র ইতিহাসের সেরা নায়কদের মধ্যে অন্যতম। তাকে পর্দায় ফিরিয়ে আনতে আমরা উন্মুখ হয়ে আছি। ’ যোগ করে তিনি বললেন, ‘পরিচালক, প্রযোজক, অভিনেতা ও চরিত্রের মধ্যে নিঁখুত সমন্বয় রাখার দৃষ্টান্ত খুব কমই দেখা যায়। হ্যারিসন ও স্টিভেনের হাত ধরে এই সিরিজে সেটা হয়েছে। তাই এ নিয়ে আমাদের উচ্ছ্বাসের কমতি নেই। ’

২০১৩ সালে প্যারামাউন্ট ফিল্মসের কাছ থেকে ইন্ডিয়ানা জোন্স ফ্রাঞ্চাইজির স্বত্ত্ব কিনে নেয় ডিজনি। সিরিজটির প্রথম কিস্তি ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ আসে ১৯৮১ সালে। তখন হ্যারিসন ফোর্ডের বয়স ছিলো ৩৯ বছর। এরপর আরও তিনটি কিস্তিতে তাকে দেখা গেছে ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায়। এরপর এসেছে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ (১৯৮৪) ও ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ (১৯৮৯)।

সিরিজের সর্বশেষ ছবি ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ (২০০৮) মুক্তির সময় ফোর্ডের বয়স ছিলো ৬৫ বছর। এটি সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করে। এতে জোন্সের প্রথম ছবির প্রেমিকা ম্যারিয়ন র‌্যাভেনউড হিসেবে ফিরে আসেন কারেন অ্যালেন। তাদের পুত্রের ভূমিকায় যুক্ত হন শায়া লাবাফ। বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি ডলারের ব্যবসা করে ছবিটি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।